Monday, November 22, 2010

Seulement Vous

I know that we will never part,
You will always have my heart.
No matter how far I go from you
There will be no second like you.
You encompass my whole existence
Without you, nothing in this world makes sense.
I never thought I would be capable of feeling like this
But now, bathed in your love, I have been touched by bliss

Monday, March 29, 2010

আমি বাড়ি আসছি

লোকে বলে মৃত্যুর আগের মুহুর্তে নাকি পুরো জীবনটা একটা চলচ্চিত্রর মতন চোখের সামনে ভেসে ওঠে ৷ মনে হয় না কথাটা সত্যি ৷ এই মুহুর্তে আমার সামনে আছে সুধু শুন্য়তা ৷ সেই শুন্য়তায় আমি বিলীন হো যেতে চাই ৷ এই শুন্য়তাতেই আমার মোক্ষ ৷ আমার দয়নন্দিন জীবনের যন্ত্রনার থেকে রেহাই পাওয়ার একমাত্র উপায় এই শুন্য়তাকে আপন করে নেওয়া ৷


অথচ এরকম কিন্তু হওয়ার কথা ছিল না ৷ গ্রামের স্কূল থেকে ৯০% মার্ক্স নিয়ে বোর্ডএর পরীক্ষায় পাস করার পরে সবাই ভেবেছিলো -" হ্যাঁ!! এই ছেলেটা কিছু করবে !!" আমিও বিস্সাস করেছিলাম এবার আমি জীবনে একটা বড় কিছু করবো ৷ বাবা - মার মুখ উজ্জ্বল করবো ৷ তাই ইংরেজি ওনার্স নিয়ে কলেজ এ ভর্তি হলাম ৷ কলেজ এ রেকর্ড মার্ক্স নিয়ে পাস করলাম ৷ আমি তখন আত্মবিস্‌বসে ভরপুর ৷ ভেবেছিলমা পৃথিবীটাকে নিজের ইচ্ছায় নাচাবো ৷ কিন্তু এত বড়ো পৃথিবীকে নাচানো তো সহজ ব্যাপার না ৷ কলেজ থেকে বেরিয়ে শুরু হল চাকরির সন্ধান ৷ কিন্তু একটা সাধারণ গ্রামের ছেলের জন্য কেউ পরোয়া করে না ৷ চাকরির জননো হন্য়ে হয়ে অফিসে-অফিসে ঘুরে বেড়ালাম ৷ কিন্তু চাকরী আর পেলাম না ৷ সব জায়গায় রাজনীতি ৷ উপরমহলে যার contacts আছে, চাকরী সুধু তার-ই ৷ শেষকালে একটা ছোটো কোম্পানি তে সেলসম্যানের চাকরী জুটলো ৷ কাজ -দরজায় দরজায় গিয়ে সাবান বিক্রি করা ৷ কিন্তু এরকম হাজারো যুবক একই কাজ করছে ৷ লোকে কেবল আমার থেকেই জিনিস কিনবে কেনো? কোনক্রমে মাসে 2000 টাকা রোজগার হতে লাগলো ৷ হঠাত্ একদিন সকালে মিলে জিনিস এসে দেখি তালা ঝুলছে ৷ এতদিন মেনে নিতে পারিনি ৷ কিন্তু এবার মেনে নিতেই হল যে আমি সত্যিই বেকার ৷ আবার শুরু হল চাকরির সন্ধান ৷ কিন্তু এই পৃথিবীর ভীরে আমি কোথায় যেন হারিয়ে গেলাম ৷ বাবা ছোট মুদীখানার দোকানের মালিক ৷ বাবর পয়সায় খাওয়া আর সম্ভব ছিলো না ৷ গ্রামে ফিরে যেতে পারতাম না ৷ কী বলে গ্রামের লোকেদের মুখ দেখতাম আমি? তাই বাধ্য হয়ে এক মহাজনের থেকে টাকা ধার করে ট্রেন প্ল্যাটফর্মে একটা চায়ের দোকান শুরু করলাম ৷ ব্যাবসা খুব ভালো না চললেও মোটামুটি চলছিলো ৷ কিন্তু মহাজনের সুদের পরিমাণ ধীরে ধীরে বাড়তেই থাকলো ৷ এদিকে বাড়িতে বাবা অসুস্থ হয়ে পড়লেন ৷ বাড়ি বিক্রি হয়ে গেলো ৷ অনেক চেষ্টা করেও বাবাকে বাঁচানো গেলো না ৷ বাবার অসুস্থতার জন্য আমি কয়েকদিন আমার দোকান যেতে পারিনি ৷ বাবার শ্রাদ্ধ শেষ হবার পর আমি স্টেশনে গেলাম দোকান খুলতে ৷ দেখি, কেউ একজন আগের রাতে আমার দোকান জ্বালিয়ে দিয়েছে ৷ সব পুরে গেছে ৷ আমি অনেকটা সময় সেখানেই বসে রইলাম ৷ কতখন বসে ছিলাম আমার মনে নেই ৷ একের পর এক ট্রেন চলে গেল, আসল ৷ কোনকিছুই আর আমার চোখে পড়ছিল না ৷ আমার সব কিছু শেষ হয়ে গেছিলো ৷বাবা নেই, বাড়ি বিক্রি হয়ে গিয়েছে, দোকান নেই ৷ চারিদিকে অন্ধকার দেখতে লাগলাম আমি ৷ পৃথিবীর আলো, বাতাস সবাইকে নিজের শত্রু মনে হতে লাগলো ৷ যেন সবাই আমার কস্ট দেখে হাসছে ৷ আমাকে ব্যণ্গো করছে, আমার দিকে আঙ্গুল তুলে বলছে - " অনেক স্বপ্ন দেখেছিলি না? স্বপ্ন আর বাস্তব ওনেক আলাদা রে!"


ঢং! ঢং! ঢং! ঘড়িতে আটটা বাজে ৷ আমি তখনো বসে ৷ একটা পুলিশ এসে আমাকে সেখান থেকে সরিয়ে দিল ৷ আমি আস্তে আস্তে চলতে লাগলাং রেল লাইনের ধার দিয়ে ৷ সামনে কিছু দেখা যাচ্ছে না ৷ নিশচ্ছিদ্র অন্ধকার ৷ দূরে একটা পেঁচার ডাক শুনতে পাচ্ছি ৷ পাশে ঝোপের মধ্যে থেকে একটা বেড়ালের আওয়াজ ভেসে আসছে ৷ হঠাত্ একটা ভীষন উজ্জ্বল আলো চোখে পড়লো ৷ দেখি, দুর থেকে একটা ট্রেন আসছে ৷ এই তো!! এইতো আমার ট্রেন এসে গেছে!! এই ট্রেনএ করে আমি চলে যাবো দুরে, বহু দুরে - যেখানে কোনো দুঃখ নেই, কস্ট নেই, হতাশা, বেদনা নেই ৷ ধীরে ধীরে রেল লাইনের ওপর দিয়ে হাঁটতে শুরু করলাম ৷ অলোটা আরও তীব্র হতে লাগলো ৷ ট্রেনএর বাঁশীর আওয়াজটা ধীরে ধীরে জোরে শুনতে পাচ্ছি ৷ সেই শব্দ আমার কানে এক মধুর সঙ্গীতের মত শোনাচ্ছে ৷ সব দুঃখ- কস্ট দুর হয়ে যাচ্ছে সেই সঙ্গীতের শব্দে ৷ আমি হাসছি ৷ আলোটা ধীরে ধীরে কাছে আসতে লাগলো ৷ কাছে, কাছে, আরও কাছে.....................................................


বাবা !! মা !! আমি বাড়ি আসছি ৷

The Mad Hatter

You might not like this covering letter
You may dislike my cv even better
(Though it cost me to the point of being sore)
I assure you you'll hate me even more.


I am no jolly, I talk a lot
I am not a spoilt brat, am not, am not, am NOT
I come from India, with a mouth thats even bigger
I dont charm snakes, I sure ain't a beggar.


I write a lot, a bit more than you'd care to read
I paint a bit, and I sing worse than a bleating kid
I sing some games and I can run pretty fast,
But its what I do with my brains that matter at last.


I dont smoke and I sure dont drink
I can still drive men crazier than they think
I'm innovative and original, this letter tells you how
When i'm driven, I drive home harder than a mad cow.


Its what you'll be singing home in the years to come
Though that won't be a place that I'll be welcome
Its what to your company and you I'll bring,
Magic carpets and smiles to light up a circus ring.


Mail me if you think you care,
Although, you'd better start to prepare
Before you start cursing or tearing your hair in despair
'Coz it wont be easy, to be my boss and not to expire.


I'm mad as a hatter, madder still
Disbeleive me if you will, at your own peril
Why else would I waste time writing this mail
When it is clear my experience is nil?